আষাঢ় মাস আসেনিতো কি হয়েছে?

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ৬:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৪ পূর্বাহ্ণ

primi sui motori con e-max

আষাঢ় মাস আসেনিতো কি হয়েছে, বর্ষাকাল শুরু হয়নি তাতেও কি কিছু হয়েছে? কিন্তু বৃষ্টিতো শুরু হয়ে গেছে। একেবারে মুষলধারে বৃষ্টি। আকাশ থমথমে ভাব নিয়ে,গম্ভীর দরাজ কণ্ঠে বিজলি বিজলী খেলা খেলে। সমস্ত চঞ্চলতা নিয়ে দুষ্টু বাতাস এসে সব উড়িয়ে নিয়ে, সবশেষে এক পশলা ঝিঝি বৃষ্টি। দুজনে মুখোমুখি, গভীর দুখে দুখী। জগতে কেহ যেন নাহি আর। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিষায়। এমন মেঘ স্বরে, বাদল ঝরঝরে, তপনহীন ঘন তমশায়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G