আসছে ছাদহীন বিমান !

প্রকাশঃ জুন ২৪, ২০১৫ সময়ঃ ৬:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

air craftবিমানে যেখানে জানালা খোলার কোনো সুযোগ নেই সেখানে বিমানের ছাদই থাকবে না এটা ভাবা যায়? যারা বিস্তীর্ণ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন তাদের স্বপ্ন পূরণে এবার ছাদহীন বিমান আকাশে উড়াবে ‘দ্য সেন্টার ফর প্রসেস ইনোভেশন’ নামে একটি ব্রিটিশ প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান।

যাত্রীরা খোলা আকাশের নিচেই আছেন এমন অনুভুতি দিতে তারা বিমান থেকে সব জানালা সরিয়ে সেখানে ওএলইডি স্ক্রিন বসানোর পরিকল্পনা করছে। বিমানের বাইরে রাখা ক্যামেরার দৃশ্যগুলোই দেখা যাবে এই স্ক্রিনে।

প্রতিষ্ঠানটি বলছে, বিমানে জানালা থাকলেও যাত্রীরা ঠিক আকাশে ওড়ার অনুভূতি পান না। তাই ওএলইডি স্ক্রিনগুলো এমনভাবে বসানো হবে যেন যাত্রীরা তাদের আকাশ ভ্রমণ ঠিকমতো উপভোগ করতে পারেন। তবে মজার ব্যাপার হচ্ছে শুধু জানালাতেই নয়,
বিমানের আসনের পেছনে, ছাদজুড়েও লাগানো থাকবে ওএলইডি স্ক্রিন। সিটে বসার পর যেপাশেই তাকান না কেন দেখা যাবে ভাসমান মেঘ। পাওয়া যাবে পাখি হয়ে আকাশে ওড়ার অনুভূতি।

সর্বাধুনিক প্রযুক্তির এই ওএলইডি স্ক্রিনের মাধ্যমে আপনি শুধু দেখতেই পারবেন না, অন্যান্য বিনোদনের জন্যও ব্যবহার করতে পারবেন। এটি মূলত একটি টাচ স্ক্রিন ডিভাইস। কফি থেকে শুরু করে অন্যান্য অর্ডারের জন্য আপনাকে আর কেবিন ক্রু’র জন্য বসে থাকতে হবে না। চাইলে এই স্ক্রিনে চেপেই অর্ডার দিতে পারবেন পছন্দমত যেকোনো কিছু।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G