আসুসের দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোন

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৬ সময়ঃ ১০:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

asus-zeবর্তমানে স্মার্টফোনের চার্জিং সমস্যা নিয়ে সকলেরই দুরভোগ পোহাতে হচ্ছে। আর এই সমস্যা সমাধানের জন্য দীর্ঘস্থায়ী ব্যাটারি সংযুক্ত ফোন নিয়ে এসেছে তাইওয়ানের প্রতিষ্ঠান আসুস।

জানা যায়, নতুন এই স্মার্টফোনের নাম ‘আসুস জেনফোন ম্যাক্স’। ভারতের বাজারে ফোনটি ছাড়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।ASUS-

জেনফোন ম্যাক্সে রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। শুধুমাত্র স্মার্টফোনের ব্যাটারি হিসেবেই নয়, অন্যান্য স্মার্টফোনের পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে এটি।

আসুসের জেনফোন ম্যাক্স স্মার্টফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চির এইচডি (৭২০x১২৮০ পিক্সেলস) আইপিএস ডিসপ্লে। এটি চলবে জেনইউআই ২.০ ভিত্তিক অ্যানড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেমে। এতে ২ জিবি র‍্যামের সঙ্গে রয়েছে ১ গিগাহার্জের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসর।

স্মার্টফোনটির ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে স্টোরেজ।

আসুস জেনফোন ম্যাক্স হ্যান্ডসেটে রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশের ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কানেকটিভিটির জন্য রয়েছে থ্রিজি, জিপিআরএস/এজ, জিপিএস, গ্লোনাস, ব্লুটুথ এবং ওয়াই-ফাই।

ভারতে আসুস জেনফোন ম্যাক্সের দাম রাখা হয়েছে নয় হাজার ৯৯৯ রুপি।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G