আস্থাভোটে উৎরে গেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেক্স, প্রতিক্ষণ ডটকম :
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থাভোটে উৎরে গেছেন। প্রধানমন্ত্রী হিসেবে অ্যাবোট মাত্র ১৭ মাস দায়িত্ব পালনের পর দলে তার নেতৃত্ব নিয়ে এ আস্থা ভোট অনুষ্ঠিত হলো।
নিজ দল লিবারেল পার্টির নেতৃত্ব নিয়ে নড়বড়ে অবস্থায় ছিলেন তিনি। পার্লামেন্টের উভয় কক্ষের লিবারেল পার্টির ১০১ সদস্যের মধ্যে ১ জনের অনুপস্থিতিতে ভোট হয়। এতে অ্যাবোটের পক্ষে পড়ে ৬১টি এবং বিপক্ষে পড়ে ৩৯টি ভোট।
আস্থাভোটে হেরে গেলে, লিবারেল পার্টির পার্লামেন্ট সদস্যরা নতুন নেতা নির্বাচনে ভোট দিতে পারতেন। প্রধানমন্ত্রীত্ব হারানোর সমূহ ঝুঁকিতে ছিলেন তিনি। সম্প্রতি অ্যাবোটের জনপ্রিয়তা যাচাইয়ে অনুষ্ঠিত এক জনমত জরিপে বিপর্যয়মূলক ফলাফলের সম্মুখীন হন অ্যাবোট।
দলে তার জনপ্রিয়তা দ্রুত তলানির দিকে নামতে থাকায়, আশঙ্কা ছিল আস্থা ভোটে তিনি হয়তো পদ হারাতে পারেন। তবে সে আশঙ্কা কেটে গেছে। এদিকে আস্থা ভোটে উৎরে যাওয়ার পর অ্যাবোট সকল অনৈক্যের অবসানের আহবান জানিয়েছেন। তবে নিজ দলের ৩৯টি ভোট বিপক্ষে পড়ায় বিভক্তি সুস্পষ্ট, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও অনলাইন বিবিসি।