ইঁদুর দ্বারা মাদক পাচার

প্রকাশঃ নভেম্বর ১০, ২০১৫ সময়ঃ ১০:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ইঁদুরব্রাজিলের কারাবন্দী মাদক পাচারকারীরা দীর্ঘ দিন ধরে মাদক পাচারে ইঁদুরকে ব্যাবহার করে আসছে। সম্প্রতি পুলিশ বিষয়টি শনাক্ত করতে পেরেছে।

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য টোকানটিন্সের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার নিয়মিত পরিদর্শনের সময় একটি ইঁদুর লক্ষ্য করা যায়, যার লেজে সুতার সঙ্গে একটি হুক বাঁধা ছিল। এর মাধ্যমে বন্দীরা মাদক কিংবা অন্যকোনো ক্ষুদ্র জিনিস আনা-নেওয়া করত।

কারাগারটির পরিচালক জিন কার্লোস গোমেস বলেছেন, ইঁদুরটিকে যখন ধরা হয়, তখন সেটি কারাগারের এক সেল থেকে অন্য সেলে যাচ্ছিল। পরে পুলিশ কক্ষ তল্লাশি করে কোকেইন ও মারিজুয়ানা উদ্ধার করা হয়।

গোমেস জানান, কারাগারের নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখে ইঁদুরটির প্রশিক্ষককে শনাক্ত করা হবে। ইঁদুরটিকে পরে পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G