বিশ্ব ক্রীড়াঙ্গন জুড়েই অমুসলিম দেশ গুলোতে নামাজী খেলোয়াড়দের হাজারো সমস্যার সম্মুৃখিন হতে হয়। জার্মানী জাতীয় ফুটবল দল থেকে তো এক তারকা ফুটবলার বাদই পড়ে গেলেন। অনেকে আবার জাতীয় দলে সুযোগ থাকলেও নামাজের কারণে নির্বাচকদের দৃষ্টির বাইরেই থেকে যান।
কিন্তু মুসলমান হয়ে নামাজের কারণে কোন সমস্যা আজও হয়নি ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের তারকা মঈন আলীর। ১২১টি ওডিআই আর ৭০টি টি২০ খেলা মঈন আলী আজ নিজের নামাজ প্রসঙ্গে খেলা মেলা বক্তব্য দিয়েছে ফেসবুক পেজে।
তিনি ইংল্যান্ডের মুসলিম তারকা ক্রিকেটার বলেছেন ব্রিটিশ রেডিওতে তিনি নামাজ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। কারণ রেডিওতে তাঁকে নামাজ নিয়ে প্রশ্ন করা হয়েছিল।
মঈন আলী লিখেছেন- যখন নামাজের সময় হয় আমি ফিল্ডিং অথবা বোলিং এ থাকা অবস্থায় নামাজের জন্য চলে যাই।