ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলা

প্রকাশঃ নভেম্বর ১, ২০১৫ সময়ঃ ৫:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৮ অপরাহ্ণ

অর্থনীতি ডেস্ক

e-comerce‘ডিজিটাল বাংলাদেশ: এ ল্যান্ড অব অপারচুনিটিজ’ স্লোগানকে সামনে রেখে ১৩ ও ১৪ নভেম্বর লন্ডনের মাইল অ্যান্ড রোডের ‘দ্য ওয়াটারলিলি’তে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার। বৃহস্পতিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ও কম্পিউটার জগৎ এর যৌথ আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলায় বাংলাদেশ সরকারের দুই জন মন্ত্রীসহ প্রায় ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেবেন।

ধারণা করা হচ্ছে ই-কমার্স সেক্টরের প্রায় ৫ হাজার প্রফেশনাল এবং সদস্যগণ মেলায় অংশ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G