ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ দিবে অস্ট্রেলিয়ান সৈন্যরা

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০২২ সময়ঃ ১২:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৮ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়া রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর ৭০ জন সদস্যের একটি দল আগামী দুই মাসের মধ্যে ব্রিটিশ নেতৃত্বাধীন বহুজাতিক প্রশিক্ষণ প্রচেষ্টায় যোগ দেবে। অপারেশন ইন্টিফ্ল্যাক্স নামে পরিচিত, কিন্তু তারা ইউক্রেনের অভ্যন্তরে কাজ করবে না।

অস্ট্রেলিয়া ইউক্রেনীয় বাহিনীর কাছে অতিরিক্ত ৩০টি বুশমাস্টার সাঁজোয়া যানবাহন পাঠাবে। এছাড়াও অস্ট্রেলিয়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও মানবিক সহায়তা পাঠিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেছে, ক্যানবেরা ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। “আমরা মনে করি যে ইউক্রেনকে এখন দীর্ঘ মেয়াদে সমর্থন করা দরকার। আমরা ইউক্রেনকে এমন একটি অবস্থানে রাখতে চাই যেখানে তারা নিজেরাই সংঘাতের সমাধান করতে পারে।”- তিনি বলেছিলেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা সোশ্যাল মিডিয়ায় সহায়তার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন।

সূত্র : ভয়েজ অব আমেরিকা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G