ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ রাশিয়ার

প্রকাশঃ ডিসেম্বর ৬, ২০২২ সময়ঃ ১২:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

রাশিয়া সোমবার অভিযোগ করে বলেছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার দুটি সামরিক বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোনকে বাধা দিয়েছে, দুই দেশের সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চালকবিহীন যানবাহন থেকে ধ্বংসাবশেষ পড়ে দুটি বিমানের সামান্য ক্ষতি হয়েছে। রিয়াজান ও সারাতোভ অঞ্চলে এসব ঘটনায় তিন রুশ সেনা নিহত ও চারজন আহত হয়েছেন।

দূরপাল্লার কৌশলগত বোমারু বিমানগুলো এয়ার ফিল্ডে অবস্থিত বলে মনে করা হয়। এর আগে সারাতোভের এঙ্গেলস বিমানঘাঁটিতে এবং রিয়াজানের দিয়াগিলেভো বিমানঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে তাদের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

কয়েক ঘন্টা পর রাশিয়া ইউক্রেনের চারপাশে লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রের হামলার ঢেউ বইয়ে দেয়। যদিও কিয়েভ বলেছে তারা তাদের বেশিরভাগই গুলি করে ফেলেছে।

ইউক্রেন আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। রাষ্ট্রপতির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক একটি টুইটে রিপোর্ট করা ঘটনাগুলি উল্লেখ করতে দেখা গেছে। তিনি লিখেছেন: “যদি অন্য দেশের আকাশসীমায় কিছু উৎক্ষেপণ করা হয়, তবে শীঘ্র অজানা উড়ন্ত বস্তুগুলি প্রস্থান পয়েন্টে ফিরে আসবে।”

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G