ইউক্রেনে খনি বিস্ফোরণে নিহত ৩২
অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
ইউক্রেনে রুশপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় এলাকায় একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৩২ জন প্রাণ হারিয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরো ৪০ শ্রমিক।
বুধবার (০৪ মার্চ) সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিদ্রোহী কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের সময় খনিটিতে ২৩০ শ্রমিক কাজ করছিল। দুর্ঘটনার পর ১৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ১৪ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে অতিরিক্ত গ্যাস নিঃসরণের কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে ওই খনি বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে এক ইউনিয়ন কর্মকর্তা বলছেন, মিথানল গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে।
দোনেতস্কের এ অঞ্চলটিতে প্রায়ই খনি দুর্ঘটনা হয়ে থাকে। এর আগে জাসিয়াদকো এলাকায় ২০০৭ সালে অনুষ্ঠিত এক খনি দুর্ঘটনায় ১০১ জন নিহত হয়েছিল।
প্রতিক্ষণ/এডি/ই রা