ইউক্রেনে থাকা ভারতীয় মেডিক্যাল ছাত্ররা রাশিয়াতে পড়া শেষ করবে!
আন্তর্জাতিকে ডেস্ক
ইউক্রেন যুদ্ধের জেরে মাঝপথেই সে দেশছাড়া ভারতীয় মেডিকেল ছাত্ররা চাইলে রাশিয়ায় গিয়ে তাঁদের পড়াশোনা শেষ করতে পারেন। ইউক্রেনে মেডিক্যাল পাঠরত ভারতীয় পড়ুয়াদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে এই প্রস্তাব দিল ক্রেমলিন। বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রদূত ওলেগ অ্যাভডিভের মন্তব্য, ভারতীয় মেডিক্যাল ছাত্রদের রাশিয়ায় স্বাগত জানানো হবে।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে সে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এ দেশের অসংখ্য পড়ুয়া। তাঁদের মধ্যে মেডিক্যাল পড়ুয়ারাও রয়েছেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে অনেকেই দেশে ফিরে এসেছেন। ওলেগ জানিয়েছেন, ভারতীয়রা তাঁদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে রাশিয়াকে বেছে নিতে পারেন। তিনি বলেন, ‘‘যে সমস্ত ভারতীয় পড়ুয়া ইউক্রেন ছেড়ে চলে গিয়েছেন, তাঁরা রাশিয়ার গিয়ে তাঁদের মেডিক্যালের পড়াশোনা চালাতে পারেন। কারণ দু’দেশের (ইউক্রেন এবং রাশিয়া) মেডিক্যালের পাঠ্যক্রম প্রায় একই রকম। রাশিয়ায় তাঁরা (ভারতীয় মেডিক্যাল ছাত্র) স্বাগত।’’
ওলেগের দাবি, ‘‘উচ্চশিক্ষার জন্য রাশিয়াকেই বেছে নিচ্ছেন শিক্ষার্থীরা। এবং এই প্রবণতা ক্রমশই বাড়ছে। স্কলারশিপের জন্যও রাশিয়ায় আবেদন করছেন বহু পড়ুয়া।’’
উল্লেখ, ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ ঘোষণা পর থেকে সে দেশ ছাড়তে শুরু করেছেন ভারতীয় নাগরিকেরা। তাঁদের মধ্যে মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। কারণ, এ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁদের পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্তও গড়িয়েছে। যদিও শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছে, ‘স্বল্পমেধার’ মেডিক্যাল পড়ুয়াদের পিছনের দরজা দিয়ে এ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ঢোকানো হবে না। যদিও ফাইনাল ইয়ারের মেডিক্যাল পডুয়াদের এ ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার বলেছে, ‘‘যে সমস্ত ভারতীয় পড়ুয়া মেডিক্যালের শেষবর্ষে পাঠরত ছিলেন, কিন্তু কোভিড এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য বিদেশে মেডিক্যাল কোর্স ছাড়তে বাধ্য হয়েছেন, তাঁদের মধ্যে যাঁরা ৩০ জুন বা তার আগে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোর্স সমাপ্তি শংসাপত্র পেতেন, তাঁরা ফরেন মেডিক্যাল গ্রাজুয়েট একজ়ামিনেশন (এফএমজিই)-এ বসার অনুমতি পাবেন।’’
সূত্র : ভারতীয় মিডিয়া