ইউক্রেনে সর্বশেষ রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর যোগাযোগ পুনরুদ্ধারের কার্যক্রম শুরু 

প্রকাশঃ নভেম্বর ১৮, ২০২২ সময়ঃ ১২:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

ইউক্রেন সরকার জানিয়েছে রাশিয়া থেকে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর যোগাযোগ ফিরিয়ে আনা কাজ শুরু হয়েছে। ইউক্রেনের অনেক শহর আবার বিদ্যুৎবিহীন এবং যোগাযোগ বিঘ্নিত হয়েছে। কারণ বেস স্টেশনগুলি বিদ্যুৎ হারিয়েছে, ইউক্রেনের ডিজিটাল মন্ত্রী মাইখাইলো ফেদোরভ টেলিগ্রাম পোস্টে এমনটাই বলেছেন।

কিন্তু তিনি আরো বলেছেন, “মাত্র এক দিনে পাওয়ার ইঞ্জিনিয়ার এবং মোবাইল অপারেটরদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ। তারা ৩ হাজার বেস স্টেশন কাজ পুনরায় শুরু করেছে। এইভাবে খারকিভ এবং জাইটোমির অঞ্চলের বাসিন্দারা আবার যোগাযোগে ফিরে এসেছে।”

ফেডোরভ বলেন, সারা দেশে যোগাযোগ ও বিদ্যুৎ পরিষেবার অবস্থা ভিন্ন। ওডেসা অঞ্চলে, মাত্র ৩৮% নেটওয়ার্ক কাজ করছিল। কিন্তু অন্যান্য অঞ্চলে, দুই-তৃতীয়াংশেরও বেশি নেটওয়ার্ক ব্যাক আপ করা হয়েছে, ৭৭ ভাগ কিয়েভ অঞ্চলে এবং ৮১ ভাগ লিভ  অঞ্চলে।

সূত্র : সিএনএন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G