ইউক্রেন জ্বালানি অবকাঠামোতে আরও রাশিয়ান হামলা 

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০২২ সময়ঃ ১২:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৫ পূর্বাহ্ণ

ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি বৃহস্পতিবার বলেছে তারা জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলার পর দেশের একাধিক অঞ্চলে বিদ্যুৎ ব্যবহার সীমিত করছে। ইউক্রেনারগো বলেন, হামলায় দেশের কেন্দ্রীয় অংশের যন্ত্রপাতির ক্ষতি হয়েছে।

নেটওয়ার্ক ওভারলোড এড়াতে এবং ক্ষতিগ্রস্ত সুবিধাগুলি ঠিক করা জন্য বিদ্যুৎ ব্যবহারের উপর বিধিনিষেধ প্রয়োজন। ইউক্রেনের জ্বালানি সাইটগুলিতে নতুন আক্রমণগুলি এসেছিল তখন রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বিদ্যুৎ-র গ্রিড স্থিতিশীল করার জন্য তাদের প্রচেষ্টার জন্য বিদ্যুৎ সেক্টরের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন৷

“শত্রু যাই করুক না কেন, আমাদের কাজ হল তার পরিকল্পনা ভেঙ্গে দেওয়া এবং ইউক্রেনকে রক্ষা করা। এবং এটি কেবল কারও একার কাজ নয়, এটি কেবল বিদ্যুৎ কর্মীদের বা অন্য কারও একার জন্য নয়। সচেতন ভাবে বিদ্যুৎ খরচ কমানো এখন সমস্ত ইউক্রেনীয়দের দায়িত্ব” – জেলেনস্কি বুধবার তার রাতের ভাষণে বলেন।

ক্রিমিয়াতে রাশিয়ান একজন কর্মকর্তা বলেছেন, বৃহস্পতিবার রারত ড্রোন হামলায় রাশিয়া-অধিভুক্ত উপদ্বীপের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে। কর্মকর্তা আরো বলেন, সেখানে বিদ্যুৎ সরবরাহে উপর কোনো হুমকি ছিল না এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র : ভয়েজ অব আমেরিকা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G