ইউক্রেন ধ্বংস করল রাশিয়ান মিসাইল

প্রকাশঃ মার্চ ২১, ২০২৩ সময়ঃ ১০:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৩ অপরাহ্ণ

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা একটি হামলায় রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার ঝানকোই শহরে ট্রেনে পরিবহন করা রাশিয়ান কালিব্রক্রুজ মিসাইল ধ্বংস করেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, গতকাল সোমবার গভীর রাতে মিসাইল ধ্বংস করা হয়েছে। তবে ইউক্রেন কর্তৃপক্ষ সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি। তাদের মতে, এটি রাশিয়াকে আরও নিরস্ত্র এবং ক্রিমিয়ান উপদ্বীপকে দখলমুক্ত করার জন্যই করা হয়েছে।

সংযুক্ত উপদ্বীপের রাশিয়ান প্রধান সের্গেই আস্কিওনভ জানিয়েছেন, হামলার ফলে ঘটনাস্থলে একজন আহত এবং দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অঞ্চলটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা রয়েছে।

অবস্থান ট্রেস করা ঘটনার একটি ভিডিওতে, বড় বিস্ফোরণ এবং এর ফলে সৃষ্ট আগুনের গোলা দেখা যায়।

ক্রিমিয়া একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের একটি প্রধান নৌ ঘাঁটি। রাশিয়ার কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ সেখানে গুদাম করা হয়েছে, যার মধ্যে ক্রুজ মিসাইল সজ্জিত জাহাজও রয়েছে। এই অঞ্চলটি আগে ইউক্রেনের অধিনে থাকলেও এখন তা রাশিয়ার দখলে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে কৃষ্ণ সাগরের জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য অভিযোগ করেছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G