ইউক্রেন পরিস্থিতির জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করলেন পুতিন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৮:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেক্স, প্রতিক্ষণ ডটকম :

পুতিনইউক্রেনের যুদ্ধ বন্ধে জার্মানি এবং ফ্রান্সের উদ্যোগে এক মীমাংসা বৈঠকের দুই দিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সঙ্কটের দায় পশ্চিমা বিশ্বের। মিসরীয় একটি সংবাদপত্রকে তিনি বলেন, ন্যাটো জোটকে সমপ্রসারিত না করার অঙ্গীকার পশ্চিমা দেশগুলো ভঙ্গ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

পুতিন বলেন, কোনো একটি পক্ষ নিতে রাশিয়ার প্রতিবেশী দেশগুলোকে পশ্চিমা বিশ্ব বাধ্য করছে। ইউক্রেনের যুদ্ধ বন্ধে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের উদ্যোগে বেলারুশের রাজধানী মিনস্কে বুধবার একটি মীমাংসা বৈঠক হবে।

পশ্চিম ইউরোপের এই দুই প্রভাবশালী নেতা ইউক্রেনের প্রেসিডেন্ট পোরেশেঙ্কোর সাথে মুখোমুখি কথা বলাতে প্রেসিডেন্ট পুতিনকে রাজি করিয়েছেন। চার নেতার এই শীর্ষ বৈঠকের দুদিন আগে পশ্চিমা বিশ্বের নতুন করে রাগ ঝাড়লেন রুশ প্রেসিডেন্ট। ওদিকে যুদ্ধ বন্ধে মীমাংসা বৈঠকের দুদিন আগেও রুশপন্থী বিদ্রোহী এবং ইউক্রেনের সরকারি সৈন্যদের মধ্যে লড়াই চলছে। গত ২৪ ঘণ্টার লড়াইয়ে কমপক্ষে নয়জন ইউক্রেনের সৈন্য মারা গেছে। খবর বিবিসি’র।

প্রতিক্ষণ/এডি/সোহাগ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G