কিয়েভে গর্ভবতী মহিলাসহ অন্তত সাত নিহত

প্রকাশঃ অক্টোবর ১৭, ২০২২ সময়ঃ ৭:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৮ অপরাহ্ণ

ইউক্রেন যুদ্ধে রাশিয়া কয়েক দিন আগেও ব্যাকফুটে ছিল। কিন্তু প্রেসিডেন্ট পুতিন নতুন করে কৌশল অবলম্বন করেন। এরই ধারাবাহিকতায় ড্রোন হামলা করা হয়েছে। আন্তর্জাতিক মিডিয়াতে এ খবর যথেষ্ট গুরুত্ব সহকারেই প্রকাশিত হয়েছে আজ।

সোমবার ইউক্রেনের রাজধানীতে ড্রোন হামলায় একজন গর্ভবতী মহিলা ও তার স্বামীসহ অন্তত চারজন নিহত হয়েছেন, শহরের মেয়র জানিয়েছেন। এছাড়া অন্যত্র, আঞ্চলিক গভর্নর সুমির পূর্বাঞ্চলে রাশিয়ার রকেট আঘাত হানে, অন্তত তিনজন নিহত হয়েছে।

রাশিয়ার হুমকির আশঙ্কায় উত্তর-পশ্চিম ইউরোপে দীর্ঘ পরিকল্পিত বার্ষিক পারমাণবিক মহড়া শুরু করেছে ন্যাটো।
প্রাক্তন রাশিয়ান রাষ্ট্রীয় টেলিভিশন সাংবাদিক মেরিনা ওভস্যানিকোভা, যিনি একটি লাইভ সম্প্রচারের সময় রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তার আইনজীবীর মতে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।

সূত্র : আলজাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G