‘ইউপি নির্বাচনেও বিএনপির ভরাডুবি হবে’
এস এম সাব্বির (গোপালগঞ্জ প্রতিনিধি)
আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, আওয়ামী লীগ কাচুপির নির্বাচনে বিশ্বাস করে না। আমরা নির্বাচনে ক্ষমতার প্রয়োগ করিনি। আওয়ামী লীগ আমলে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে গোপালগঞ্জ সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে কৃতি শিক্ষার্থীদের মধ্যে শামীমা পারভীন বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এমপি বলেন, বিএনপি ৭১ এর পরাজিত শক্তির সঙ্গে তাল মিলিয়ে অপকর্ম করেছে। পুড়িয়ে মানুষ হত্যা করেছে। শিশু, মহিলা, গাড়ি চালক হেলপার, পুলিশ শিক্ষার্থীরা পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায়নি। তারা থানা লুট করেছে। রেল লাইন উৎপাটন করেছে। ট্রেনে আগুন দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাদের মানবতা বিরোধী কর্মকান্ডে বাংলাদেশের মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি হয়েছে। বিভিন্ন নির্বাচনে বাংলার মানুষ তাদের অপকর্মের জবাব দিয়েছে। তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ইউপি নির্বাচনেও তাদের ভরাডুবি হবে।
কলেজের অধ্যক্ষ আধ্যাপক অশোক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলাহ আল মামুন, মেজবাহ উদ্দিন হাসান, শাহনাজ রেজা এ্যানী সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
শেখ ফজলুল করিম সেলিম আরো বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসিয়েছেন। তাদের পুরস্কৃত করে ইতিহাসে কলঙ্কজনক অধ্যয়ের সূচনা করেছেন। মুক্তিযোদ্ধা নামধারী পাকিস্তানের এজেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা করেছি। ৭১ এর মানবতা বিরোধী অপরাধীদের বিচার হচ্ছে। খালেদা জিয়া নির্বিচারে আগুন দিয়ে পুড়িয়ে ও বোমা মেরে মানুষ হত্যা করেছে। খালেদা জিয়ার মানবতা বিরোধী অপরাধের বিচার একদিন বাংলার মাটিতে হবেই। পরে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মধ্যে শামীমা পারভীন বৃত্তি প্রদান করেন।
#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।
প্রতিক্ষণ/এডি/এফটি