ইউরোপীয় ইউনিয়নের ১ হাজার লোক নিখোঁজ

প্রকাশঃ মে ১, ২০১৫ সময়ঃ ৭:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

timthumb.phpনেপালে গত শনিবার আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পর দেশটিতে থাকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক হাজার লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। যাদের বেশির ভাগই পর্যটক।

শুক্রবার নেপালে থাকা ইইউ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানার প্রায় এক সপ্তাহ পর ইইউ দূতাবাসের পক্ষ থেকে এ ধরনের দাবি করা হলো।

নেপালে থাকা ইইউ দূত রেনসজে টিরিঙ্ক সাংবাদিকদের শুক্রবার বলেন, ‘আমরা জানি না তারা কোথায়, কিংবা তারা কোথায় থাকতে পারে।’ নিখোঁজদের বেশির ভাগই পর্যটক ছিল এবং তারা লাংটাং ও লুকলা এলাকায় ছিল বলে জানান তিনি।

প্রসঙ্গত, লাংটাং ও লুকলা নেপালের অন্যতম পর্যটন এলাকা। যেখানে শনিবারের ওই ভূমিকম্পের পর ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G