ইউসিবিএল ১২ সংখ্যার টিআইএন নম্বর চেয়েছে
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
ডিভিডেন্ডের ওপর ৫ শতাংশ কর অব্যাহতি পেতে বিনিয়োগকারীদের কাছ থেকে ১২ সংখ্যার কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) চেয়েছে ইউসিবিএল।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির রেকর্ড ডেটের আগেই অর্থাৎ আগামী ৪ মার্চের মধ্যে টিআইএন নম্বর পাঠাতে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বলা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের সেকশন ৫৪ অনুযায়ী যেসব বিনিয়োগকারীর ১২ সংখ্যার টিআইএন নম্বর নেই তাদের লভ্যাংশের ওপর ১৫ শতাংশ কর দিতে হবে। তবে যাদের ১২ সংখ্যার টিআইএন নম্বর রয়েছে তাদের ১০ শতাংশ কর দিতে হবে।
প্রতিক্ষণ/এডি/জাহিদ