ইতনা গণহত্যা দিবস আজ
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
আজ ২৩ মে, ইতনা গণহত্যা দিবস। একাত্তরের এই দিনে পাক হানাদারের হাতে শহীদ হন নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের ৩৯জন মানুষ।
মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ২৩ মে খুব ভোরে স্থানীয় রাজাকার ও আলবদরদের সহযোগিতায় ইতনা গ্রামে আক্রমণ চালায় পাকিস্তানি জান্তারা। তারা ৫ ভাগে বিভক্ত হয়ে গ্রামে ঢুকে পড়ে। পাক-সেনারা প্রথমেই হিমায়েত মিনা নামে একজনকে গুলি করে।
পরে একে একে আবদুর রজ্জাক, শফি উদ্দিন, হিরু মাস্টার, তবি শেখ, সৈয়দ শওকত আলী, নবীর শেখ, ফেলু শেখ, সৈয়দ কওসার আলীসহ ৩৯ গ্রামবাসীকে হত্যা করে।
সেদিন বজলার রহমান, জলিল, হারুন শেখসহ অনেকে গুলিবিদ্ধ হয়েও প্রাণে বেঁচে যান। গণহত্যা শেষে কিছু গ্রামবাসী তড়িঘড়ি করে শহীদদের দাফন করে গ্রাম ছেড়ে চলে যান।
স্বাধীনতার ৪৪ বছর পরেও শহীদ পরিবারগুলো আজো স্বীকৃতি পায়নি। স্থানীয়দের অভিযোগ, অযত্ন আর অবহেলায় শহীদদের করবগুলোর অস্তিত্বও বিলীন হতে চলেছে। এ অবস্থায়, শহীদদের কবর সংরক্ষণের পাশাপাশি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
এদিকে গণহত্যা দিবস উপলক্ষে শনিবার বিকেলে ইতনা স্কুল অ্যান্ড কলেজ চত্বরে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/রাহাত