ইতালিতে বাংলাদেশি শিক্ষার্থীদের বনভোজন
জাকির হোসেন সুমন, ইতালি প্রতিনিধি:
ইতালির ভেনিসে সানজুলিয়ানো পার্কে মেস্ত্রে জি. সি. বাতিস্তা স্কুলের ৫ সি ক্লাসের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে রোববার এক বনভোজনের আয়োজন করা হয়।
নানা দেশের নানা বর্ণের নানান ভাষার শিশু এবং অভিভাবক উৎসব আর আনন্দে মেতে উঠেন পার্কে। দুপুরে ইতালিয়ান, বাংলাদেশিসহ বিভিন্ন দেশিয় খাবারের ব্যবস্থা করা হয়। বিকেলে সাংস্কৃতিক পর্বে যৌথভাবে নৃত্য পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশি কাজী তানজিনা আক্তার, আলিসা ও ইতালিয়ান এলিয়ন। বাঁশি বাজিয়ে মুগ্ধ করেন বাংলাদেশি সাদিয়া। গিটারের তালে সঙ্গীত গেয়ে অনুষ্ঠান আরো প্রাণবন্ত করে তোলেন ইতালিয়ান শিশুরা। এছাড়া বিভিন্ন দেশের কবিতা পাঠ করা হয়।
শেষ পর্বে স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের লেখা নিজ নিজ ফটোসহ স্মৃতিচারণমূলক একটি উপহার দেয়া হয় শিক্ষিকা মিকেয়েলাকে এবং অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষকদেরকে বিভিন্ন ধরনের উপহার দেয়া হয়।
প্রতিক্ষণ/এডি/সাই