ইতালিতে ভূমিকম্প, নিহত ১৩
ইতালির মধ্যাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ভূমিকম্পে বিধ্বস্ত ঘরবাড়ির নিচে চাপা পড়েছেন আরও অনেকে।
স্থানীয় সময় আজ বুধবার ভোর ৩টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটার দিকে) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পেরুজিয়া শহরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ভূমির ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
দেশটির রাজধানী রোমেও ভূকম্পন অনুভূত হয়। সেখানকার ভবনগুলো ২০ সেকেন্ডের মতো কাঁপছিল। অ্যামাত্রিস শহরের মেয়র সার্জিও পেরোজ্জি দেশটির রাষ্ট্রীয় বেতার আরএআইকে বলেছেন, তাঁর শহরের অর্ধেক অংশ বিধ্বস্ত হয়ে গেছে। শহরের ভেতর ও বাইরের সড়ক যোগাযোগ বিনষ্ট হয়ে গেছে। ভেঙে পড়া ভবনের নিচে অনেকে চাপা ও আটকে পড়েছেন। সম্ভবত ভূমিধস ও সেতুধসও হয়েছে।
ইতালির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ভূমিকম্পটিকে ‘মারাত্মক’ বলে বর্ণনা করেছে। দেশটির লা রিপাবলিকা পত্রিকা জানিয়েছে, প্রথমবার ভূমিকম্প হওয়ার পর বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়েছে।
আগের ভূমিকম্পের তথ্য-উপাত্ত বিশ্লেষণ ইউএসজিএস আশঙ্কা করছে, এ ভূমিকম্পে প্রাণহানির পরিমাণ অনেক বেশি হবে। সর্বশেষ ২০০৯ সালে দেশটিতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে তিন শ জন নিহত হয়েছিলেন। বিবিসি।
প্রতিক্ষণ/এডি/একে
=====