ইতালির দ্বীপে ভূমিধস, নিহত ১, নিখোঁজ ১০
আন্তর্জাতিকে ডেস্ক
শনিবার ইতালীয় পর্যটন খ্যাত দ্বীপ ইসচিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং ১০ জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইতালির সিভিল প্রোটেকশন বিভাগ শনিবার সিএনএনকে জানিয়েছে, ইতালির ফায়ার ব্রিগেড বলেছে ছোট শহর ক্যাসামিসিওলা টারমেতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। নেপলস থেকে সাহায্য পাঠানো হচ্ছে, তবে আবহাওয়ার পরিস্থিতি অনুসন্ধান জটিল করে তুলছে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নাগরিক সুরক্ষা বিভাগ।
কর্তৃপক্ষ সিএনএনকে বলেছে, অপারেশনগুলি নেপলস প্রিফেকচার দ্বারা সমন্বিত করা হয়েছিল। রাত পর্যন্ত অনুসন্ধান চলবে বলে আশা করা হচ্ছে। ইতালীয় ফায়ার ব্রিগেড এক টুইট বার্তায় জানিয়েছে, বর্তমানে দ্বীপে ৭০ জন দমকল-কর্মী অনুসন্ধান ও উদ্ধারে সহায়তা করছে।
নেপলস উপসাগরের ইসচিয়া শনিবার ভোরে মুষলধারে বৃষ্টিতে আঘাত হেনেছে, গাড়ি, ভবন এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় এবং জাতীয় কর্তৃপক্ষের শেয়ার করা ভিডিও এবং চিত্রগুলি আজকে বন্দর শহর ক্যাসামিসিওলা টারমে ধ্বংস দেখা যায়।
সূত্র : আল-জাজিরা