ইন্টারনেট বেজড ফিচার ফোন

প্রকাশঃ নভেম্বর ২৬, ২০১৫ সময়ঃ ৫:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

nokiaজনপ্রিয় ব্যান্ড নোকিয়া নিয়ে এসেছে ইন্টারনেট বেজড বেসিক ফোন। এর মাধ্যমে ইন্টারনেটভিত্তিক বেসিক ফোনের বাজার দখল করতে চায় তারা। নোকিয়া ২৩০ মডেলের এই সেট সিঙ্গেল ও ডুয়েল সিম দুটি ভার্সনে বাজারে ছাড়া হয়েছে। এর দাম ধরা হয়েছে ৫৫ ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে চার হাজার টাকার মতো।ভারতীয় গণমাধ্যম এনডিটিভির মাধ্যমে এ খবর জানা যায়।

আগামী মাসে এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফোনটি ছাড়া হবে। ২০১৬ সালের শুরুতে অন্যান্য দেশের বাজারেও পাওয়া যাবে সেটটি। ফোনগুলোর নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের পক্ষ থেকে এ ধরনের হ্যান্ডসেটগুলোকে বলা হচ্ছে, প্রিমিয়াম কোয়ালিটির ইন্টারনেটভিত্তিক ফিচার ফোন। তবে নোকিয়া ২৩০ মডেলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এর ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা। একই দামের বাজারের অন্য সেটগুলো থেকে ক্যামেরার কারণে এগিয়ে থাকবে নোকিয়া ২৩০।

রিয়ার ও ফ্রন্ট দুই ক্যামেরাতেই আছে এলইডি ফ্ল্যাশ। এ ছাড়া ফোনটির বডি তৈরিতে ব্যবহার করা হয়েছে স্যান্ডব্লাস্টেড অ্যালুমিনিয়াম কভার। নোকিয়া ২৩০ মডেলে রয়েছে মাইক্রো-সিমকার্ড, নোকিয়া সিরিজ ৩০ + অপারেটিং সিস্টেমে চলবে ফোন দুটি। শুধু ডুয়েল ও সিঙ্গেল সিম ছাড়া আর কোনো পার্থক্য নেই সেটগুলোর মধ্যে। ফোন দুটিতে থাকছে অপেরা স্টোর অ্যাকসেস। ফলে সেটটি ব্যবহার করে বিনামূল্যে অপেরা থেকে বিভিন্ন গেম ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারীরা।

সেট দুটিতে রয়েছে ২৪০ x ৩২০ পিক্সেলের ২.৮ ইঞ্চি কিউভিজিএ এলসিডি ডিসপ্লে। মাইক্রোএসডি কার্ড দিয়ে ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে সেট দুটিতে। কানেক্টিভিটির জন্য রয়েছে জিপিআরএস/এজ, ব্লুটুথ ভার্সন ৩, মাইক্রো-ইউএসবি এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। নোকিয়ার ফিচার এবং বেসিক হ্যান্ডসেটগুলোর সবচেয়ে বড় শক্তি হচ্ছে দীর্ঘসময় ধরে চার্জ ধরে রাখার ক্ষমতা। নোকিয়া ২৩০ মডেলে রয়েছে ১২০০ এমএএইচ-এর ব্যাটারি, যা দেবে টানা ২৩ ঘণ্টার টক টাইম।

নোকিয়া ২৩০ মডেলটি পাওয়া যাবে গ্লসি ব্ল্যাক ও সাদা রঙে।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G