ইন্দোনেশিয়ায় নতুন আইন বিয়ের আগে যৌন মিলনে শাস্তি জেল

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০২২ সময়ঃ ১:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪২ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার পার্লামেন্ট এই মাসে একটি নতুন ফৌজদারি আইন পাস করবে বলে আশা করা হচ্ছে। তাতে বিবাহের বাইরে যৌন সম্পর্ক-এর জন্য এক বছরের কারাদণ্ডের শাস্তি দেবে।

খসড়ার সাথে জড়িত একজন রাজনীতিবিদ বামবাং উরিয়ান্তো বলেছেন, আগামী সপ্তাহের প্রথম দিকে কোডটি পাস হতে পারে। আইনটি পাস হলে ইন্দোনেশিয়ার নাগরিক এবং বিদেশিদের জন্য একইভাবে প্রযোজ্য হবে।

ব্যভিচারের জন্য শাস্তি তখনই কার্যকর হতে পারে যদি কোন পক্ষ থাকে যারা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায়। যারা বিবাহিত, অভিযোগ দায়ের করার অধিকারী পক্ষ হল অপরাধীর স্বামী বা স্ত্রী। আইনটি অবিবাহিতদের অভিভাবকদের যৌন সম্পর্কের জন্য তাদের রিপোর্ট করার অনুমতি দেবে।

নতুন এই আইনে বিয়ের আগে সহবাসও নিষিদ্ধ করা হবে এবং দোষী সাব্যস্ত ব্যক্তিদের ছয় মাসের কারাদণ্ড হতে পারে। রয়টার্স অনুসারে, ছুটির দিন এবং বিনিয়োগের গন্তব্য হিসাবে নিয়মগুলি ইন্দোনেশিয়ার ভাবমূর্তিকে যে ক্ষতি করতে পারে সে সম্পর্কে ব্যবসায়ী গ্রুপগুলি উদ্বেগ প্রকাশ করেছে।

ইন্দোনেশিয়ার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন (এপিআইএনডিও) এর ডেপুটি চেয়ারপারসন শিন্তা উইডজাজা সুকামদানি বলেছেন: “ব্যবসায়িক ক্ষেত্রের জন্য, এই প্রথাগত আইনের প্রয়োগ আইনি অনিশ্চয়তা তৈরি করবে এবং বিনিয়োগকারীদের ইন্দোনেশিয়ায় বিনিয়োগের বিষয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে।”

কোডের আগের খসড়াটি ২০১৯ সালে পাস হওয়ার কথা ছিল। কিন্তু হাজার হাজার বিক্ষোভে অংশ নিয়ে দেশব্যাপী বিক্ষোভের জন্ম দিয়েছে। রাজধানী জাকার্তায় সংঘটিত প্রধান সংঘর্ষে ছাত্রসহ অনেকেই ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসে।

পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপকারী বিক্ষোভকারীদের বিরুদ্ধে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়।

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G