ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ১৪১

প্রকাশঃ জুলাই ১, ২০১৫ সময়ঃ ৯:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

Indonasiaইন্দোনেশিয়ায় বিমানবাহিনীর একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে। বিমানটিতে ১২ জন ক্রুসহ সব আরোহী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১ জুলাই) সকালে দেশটির পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।

এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত ১৪১ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) দেশটির উত্তর সুমাত্রা প্রদেশের রাজধানী মেডানে ‘সি-১৩০ হারকিউলিস’ সামরিক পরিবহন বিমানটি বিধ্বস্ত হয়।
indonasia1
দেশটির স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়, উড্ডয়নের কিছুক্ষণ পরই প্লেনটি বিমান ঘাঁটি সংলগ্ন একটি আবাসিক এলাকার বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে।

তবে প্রাথমিকভাবে বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

এ বিষয়ে বিমান বাহিনীর চিফ অব স্টাফ আগুস সুপ্রিয়াতনা বলেন, উড্ডয়নের পরপরই টেকনিক্যাল সমস্যার কারণে ঘাঁটিতে ফিরে আসতে চেয়েছিলেন বিধ্বস্ত প্লেনের পাইলট।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G