ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প

প্রকাশঃ জুলাই ২৮, ২০১৫ সময়ঃ ১২:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

 

iiiiiiiiiiii৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা যায়, জায়াপুরা প্রদেশের রাজধানী থেকে আড়াইশ কিলোমিটার পশ্চিমে সোমবার স্থানীয় সময় সকাল পৌঁনে ৭টার দিকে ওই ভূমিকম্প আঘাত হানে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র সুতোপো পার্বো নাগরোহো জানান, ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূকম্পনের ফলে লোকজন আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

তবে সুতোপো আরও জানান, ঘটনাস্থল প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সেখানে পৌঁছানো খুব কঠিন। সেজন্য প্রকৃত অবস্থা জানতে সময় লাগবে। হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G