ইন্দোনেশিয়ায় সমকামিতার দায়ে প্রকাশ্যে বেত্রাঘাত
ইন্দোনেশিয়ায় সমকামিতার দায়ে প্রকাশ্যে দুই ব্যক্তিকে ৮৩ বার বেত্রাঘাত করেছে দেশটির ধর্মীয় পুলিশ।
আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহের একটি মসজিদের বাইরে অসংখ্য উৎসাহী মানুষের সামনে তাদের এই শাস্তি দেয়া হয়। প্রদেশের শরীয়াহ আদালত তাদের ৮৩ বেত্রাঘাতের শাস্তি প্রদান করে।
বেত্রাঘাতের সময়ে একজন দর্শক চিৎকার করে বলে উঠেন, আশা করি তোমার শিক্ষা হচ্ছে। আরেক দর্শক চিৎকার করে বলে উঠেন, আরো জোরে মারো।
এই দুইজনের ৮৫ বেত্রাঘাতের শাস্তি হয়েছিল। দুই মাস ডিটেনশন কাটানোয় তাদের দুটি বেত্রাঘাতের শাস্তি কমানো হয়। সমকামিতা ইন্দোনেশিয়ার বেশিরভাগ জায়গায় অবৈধ নয়, কিন্তু একমাত্র আচেহ প্রদেশ ইসলামি শরীয়াহ আইনে পরিচালিত। ২০১৪ সালে পাশ হওয়া কঠোর এক আইনানুযায়ী প্রথম সমকামিতার জন্য শাস্তি পেল।
ঐ আইনানুযায়ী সমকামিতার শাস্তি ১০০ বেত্রাঘাত, ১০০ দিনের কারাদণ্ড বা ১ হাজার গ্রাম স্বর্ণ জরিমানা। এই আইনে অবিবাহিত নারী-পুরুষের মধ্যে প্রেম, দৈহিক সম্পর্ক ও অপরিণত বয়সে যৌন সম্পর্ক নিষিদ্ধ ও শাস্তির ব্যবস্থা করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য যে, ২০১৬ সালে এই আইনে ৩৩৯ জনকে আটক করে কর্তৃপক্ষ।
আচেহ প্রদেশের ‘ধর্মীয় পুলিশ’ হিজাব ছাড়া ও আটসাটো পোশাক পরিহিত নারী, মদ ও জুয়া খেলা ব্যক্তিদেরও আটক করেছে। গত অক্টোবরে প্রকাশ্যে আলিঙ্গন করায় দুই নারীকে সমকামিতার অভিযোগে আটক করা হয়। তাদের ‘পুনর্বাসন’ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়।
সূত্র: বিবিসি ও রয়টার্স।
প্রতিক্ষণ/এডি/সাই