ইন্দোনেশিয়ায় ৮ মাদক ব্যাবসায়ীর মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৫ সময়ঃ ১০:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

mrittমাদকদ্রব্য পাচার মামলায় দণ্ডাদেশ পাওয়া ৮ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইন্দোনেশিয়া।

আন্তর্জাতিক মহলের প্রচণ্ড চাপ থাকার পরও মঙ্গলবার মধ্যরাতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদের মধ্যে ৭ জনই বিদেশী নাগরিক।

একই মামলায় নবম আসামি এক ফিলিপিনো নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

জাভায় কারাগারসংলগ্ন বনে ফায়ারিং স্কোয়াডে গুলি করে ওই ৮ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

৭ বিদেশীর মধ্যে চারজন নাইজেরীয়, দু’জন অস্ট্রেলীয় ও একজন ব্রাজিলের নাগরিক।

ইন্দোনেশিয়ার এ্যাটর্নি জেনারেল এইচ এম প্রাসেতিয় সংবাদকর্মীদের বলেছেন, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ৩৫ মিনিটে একসঙ্গে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

নিজেদের নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর না করার জন্য আগে থেকেই বার বার ইন্দোনেশিয়াকে অনুরোধ করে আসছিল অস্ট্রেলিয়া।

মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ হলে ইন্দোনেশিয়ার কঠোর সমালোচনা ও মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া ও ব্রাজিল।

 

প্রতিক্ষণ/এডি/নুর

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G