ইন্দোনেশিয়া ও পেরুতে ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ায় ও পেরুর দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক এবং ৫ দশমিক ১ মাত্রা।
শনিবার স্থানীয় সময় রাত ১টা ২৬ মিনিটে ও রাত ২টা ৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প সম্পর্কে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইন্দোনেশিয়ার অ্যামাহাই অঞ্চল থেকে ৬৪ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১৪.৯ কিলোমিটার গভীরে।
এ ঘটনায় কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করেনি কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
অন্যদিকে, পেরুর ভূমিকম্প সম্পর্কে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পনটির কেন্দ্র ছিল পেরুর চিভেই শহর থেকে ২৩ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
প্রতিক্ষণ/এডি/এফটি