ইবাদতে মনোযোগী হতে এই দোয়া পড়ুন

প্রকাশঃ আগস্ট ৬, ২০২১ সময়ঃ ৫:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩২ অপরাহ্ণ

নামাজে দাঁড়িয়ে বর্তমান সময়ে একজন মুসলিমের সবচেয়ে বড় দু:চিন্তার বিষয় পরিপূর্ণ মনোযোগ সহকারে নামাজ পড়তে না পারা। এক্ষেত্রে নিচের এই দোয়াটি নামাজ শেষে নিয়মিত পড়লে আল্লাহর রহমতে হারানো মনোযোগ আবারও ফিরে পেতে পারে। 

উচ্চারণ : আল্লাহুম্মা আ-ইন্নি আলা জিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি ইবাদাতিকা।

অর্থ : হে আল্লাহ, আপনার জিকির করতে, আপনার শুকরিয়া আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন।

উপকার : মুআজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ (সা.) তাঁর হাত ধরে বলেন, হে মুআজ, আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। তিনি বলেন, হে মুআজ, আমি তোমাকে অসিয়ত করছি, তুমি প্রত্যেক নামাজের পর এ দোয়া কখনো পরিহার করবে না।

(আবু দাউদ, হাদিস : ১৫২২)

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G