নিজস্ব প্রতিবেদক :
শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা রাশেদুজ্জামান খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বুধবার বলা হয়, অনিবার্য কারণে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে নিতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে।
ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে গত ১৬ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিল থেকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গ্রীষ্মকালীন ছুটি বাতিল হওয়ায় আগামী ৪ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সকল বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
পবিত্র রমজান উপলক্ষে ১৬ জুন থেকে একাডেমিক ছুটি থাকলেও ৪ জুলাই পর্যন্ত অফিস খোলা থাকবে। এ সময় বিভাগগুলো নিজ উদ্যোগে ক্লাস-পরীক্ষা গ্রহণ করতে পারবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রতিক্ষণ/এডি/নুর