ইবোলা প্রুফ ট্যাবলেট
আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
ইবোলা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করার জন্য ‘ইবোলা-প্রুফ’ ট্যাবলেট বানিয়েছেন একদল স্বেচ্ছাসেবী ও ইন্টারনেট জায়ান্ট গুগল। ইবোলা জীবাণু ধ্বংস করতে ব্যবহৃত ক্লোরিন দ্রবণ এই ট্যাবলেটের কোনো ক্ষতি করতে পারবে না ।
বিবিসি জানিয়েছে, ইবোলা মোকাবেলায় চিকিৎসকদের নিরাপদে কাজ করার সুযোগ বাড়াতে ‘ডক্টরস উইদাউট বর্ডার্স’-এর ডাকে সারা দিয়ে একসঙ্গে কাজ শুরু করেছেন বিশ্বের বিভিন্ন বেশির ‘টেকি’ সেচ্ছাসেবকরা।
এদের মধ্য ছিলেন মোবাইল অ্যাপ নির্মাতা হোয়াইটস্পেলের কর্মী পিম ডে উইট আর হ্যাকফরগুডের ড্যানিয়েল কানিংহামের মতো অনেকেই। পরবর্তীতে যোগ দেয় গুগলও।
এরকম পরিস্থিতিতে রোগীদের তথ্য রেকর্ড করার জন্য ‘মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের (এমএসএফ)’ ইবোলা প্রুফ ট্যাবলেটের স্বাস্থ্যকর্মীদের জন্য ইবোলা প্রুফ ট্যাবলেটের জন্য আহ্বান জানায়। এই আহ্বানে সাড়া দিয়ে হোয়াইটস্পেলের কর্মী পিম ডে উইট, হ্যাকফরগুডের ড্যানিয়েল কানিংহামের মতো টেক সেচ্ছাসেবকরা। পরবর্তীতে গুগলও এর সঙ্গে যোগ দেয়।
এমএসএফ জানায়, গ্লাভস পরা অবস্থাতেও ব্যবহার করা যায় ট্যাবলেটটি। পানি নিরোধক হওয়ায় ক্লোরিন সলিউশনেও চুবিয়ে নেওয়া যায় এটি। ক্লোরিন সলিউশন সরাসরি ত্বকে লাগলে ‘কেমিকাল বার্ন’-এর শিকার হতে পারেন ভুক্তভোগী।
ওয়্যারলেস প্রযুক্তিতে কেবল ছাড়াই দ্রুত চার্জ হয় ট্যাবলেটটি। ট্যাবলেটটিকে বিশেষ একটি টেবিলে রাখলেই স্বয়ংক্রিয়ভাবে চার্জ হয়। পোস্ট স্ট্যাস্প আকারের ছোট একটি লোকাল নেটওয়ার্ক সার্ভারের সঙ্গে ওয়্যারলেস কানেকশন রাখে ঐ ট্যাবলেট।
এই ডিভাইসটি সিয়েরা লিওনের এমএসএফ পরিচর্যা কেন্দ্রে পরীক্ষা করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/রবি