ইভ টিজারকে বাঁশ দিয়ে পেটালো দুই ছাত্রী (ভিডিও)

প্রকাশঃ আগস্ট ৩০, ২০১৬ সময়ঃ ৬:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

5

ভারতে উত্যক্তকারীকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে বেদম পেটালো দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। সম্প্রতি সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হওয়ায় তাদের বাহবা দিয়েছে হাজার হাজার মানুষ। রবিবার দুপুরে এক মাতাল ইভ টিজারকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পিটিয়েছে ভারতের ভুবনেশ্বরের উৎকল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। খবর বিবিসির।

ভারতে ইভ টিজারদের পেটানো এবং সেই ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার বেশ কিছু ঘটনা সম্প্রতি সামনে এসেছে। 

পুলিশের বরাত দিয়ে পিটিআই জানায়, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ফেরার পথে এক ছাত্রীর পথ রোধ করে বিনোদ সাহু নামে এক মোটরবাইক আরোহী। সে ওই ছাত্রীকে মোটরসাইকেলে চড়িয়ে হোস্টেলে এগিয়ে দেবার প্রস্তাব দেয়।

স্থানীয় সংবাদমাধ্যমকে ওই ছাত্রী জানায়, সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তা একদম ফাঁকা ছিল। হঠাৎই মোটরসাইকেল নিয়ে আমার সামনে এসে হাজির হয় লোকটি। সে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। আমি প্রথমে ঘাবড়ে যাই। তারপরেই একটা বাঁশ তুলে ভয় দেখাতে সে পালায়।

এরপরেই এক বান্ধবীকে ফোন করে ডেকে আনেন ওই ছাত্রী। একটু খোঁজাখুঁজি করতেই পাওয়া যায় সেই মাতাল ইভ টিজারকে। তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে রাস্তায় ফেলে দুজনে মিলে বাঁশ দিয়ে পেটাতে শুরু করেন। ততক্ষণে পুলিশ হাজির হয়ে যায়, জড়ো হয় অন্যরাও। এ ঘটনায় সোমবার ওই ইভ টিজারকে গ্রেপ্তার করে পুলিশ। মাতাল ঐ ব্যক্তি পেশায় গৃহশিক্ষক বলে জানা যায়।

ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দুই ছাত্রী ক্রমাগত বাঁশ দিয়ে পেটাচ্ছেন রাস্তায় বসে থাকা ওই মধ্যবয়সীকে। সে যতবার উঠে দাঁড়াতে যাচ্ছে, ততবারই ছাত্রীরা বাঁশ দিয়ে পেটাচ্ছেন আর ওড়িয়া ভাষায় ধমকাচ্ছেন।

https://www.youtube.com/watch?v=XguKYgdrSLE

 

প্রতিক্ষণ/এডি/অারএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G