ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জেতা ইমরান খান তাঁর পাওয়া একটি সোনার পদক বিক্রি করে দিয়েছেন। সেই পদকটি ভারতের একটি ক্লাব দিয়েছিল তাঁকে।
ভারত থেকে পাওয়া পুরস্কার বিক্রি করে দিয়েছেন ইমরান খান। এমনটাই দাবি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোওয়াজার। প্রধানমন্ত্রীর আসনে বসার আগে ইমরান দীর্ঘ দিন ক্রিকেট খেলেছেন। পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জিতেছেন। দেশকে নানা সাফল্য এনে দিয়েছেন। সেই সঙ্গে বহু পুরস্কারও পেয়েছেন। তেমনই একটি পুরস্কার বিক্রি করে দেওয়ার অভিযোগ করলেন খোওয়াজা।
এক সাক্ষাৎকারে খোওয়াজা বলেন, “ভারত থেকে পাওয়া একটি সোনার পদক বিক্রি করে দিয়েছেন ইমরান।” পাকিস্তানের মুসলিম লিগ যদিও ইমরানের পদক বিক্রি করে দেওয়া নিয়ে কিছু বলেনি। শাকিল আহমেদ খান নামে এক মুদ্রা সংগ্রাহক (যিনি পুরনো কয়েন, নোট সংগ্রহ করেন) দাবি করেছেন যে, ইমরান তাঁর কাছে ৩০০০ টাকার কমে পদকটি বিক্রি করে দিয়েছেন।