ইমরান খান পায়ে গুলিবিদ্ধ, ১ জন নিহত
ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার একটি রাজনৈতিক সমাবেশে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন। তবে, তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে তার একজন সহকারি জানিয়েছেন।
রওফ হাসান নামের এই সিনিয়র সহকারি আল-জাজিরাকে বলেন, ‘তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন। ‘এটি তাকে হত্যা করার চেষ্টা ছিল’ তিনি যোগ করেন।
দলের কর্মকর্তারা বলছেন, ওয়াজিরাবাদে গুলিতে খানের একজন সমর্থক নিহত হয়েছেন। খানের পিটিআই দলের বেশ কয়েকজন কর্মকর্তাও আহত হয়েছেন।
বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গুলির নিন্দা করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন।
খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তিনি আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদে একটি বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন।
পাকিস্তানি দৈনিক দ্য ডন জানিয়েছে, এ ঘটনার অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি, তবে বন্দুক উঁচিয়ে ধরা অবস্থায় তার একটি অস্পষ্ট ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, হামলার আগে যেখানে অবস্থান নিয়েছিলেন হামলাকারী ওই ব্যক্তি, সেই স্থানটিতে তিনি একাই ছিলেন।
সূত্র : আল-জাজিরা