ইয়াহু মেইল ব্যবহার করা যাবে পাসওয়ার্ড ছাড়াই
আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
ইয়াহু কর্তৃপক্ষ ইয়াহু মেইল ব্যবহারকারীদের জন্য ‘অন ডিমান্ড’ পাসওয়ার্ড সিস্টেম চালু করেছে ।
এই উন্নত নিরাপত্তা ব্যবস্থার ফলে ইয়াহু মেইল ব্যবহারে আর ব্যবহাকারীদের নিজস্ব পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন পড়বে না এবং পাসওয়ার্ড ব্যবহারেরও প্রয়োজন পড়বে না।
ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়েছে, ইয়াহুর প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামস ১৫ মার্চ রোববার ‘অন ডিমান্ড’ সেবাটির উন্মোচন করেন।
এই সেবা পেতে ব্যবহারকারীদের প্রথমে তার অ্যাকাউন্টে প্রবেশ করে সেটিংস থেকে ‘অন ডিমান্ড পাসওয়ার্ড’ ফিচারটি চালু করতে হবে। আর এক্ষেত্রে মোবাইল নম্বর দিতে হবে।
এরপর ইয়াহু মেইলের গ্রাহকরা প্রতিবার তার মেইলে প্রবেশ করতে গেলে মোবাইল নম্বরটিতে প্রতিবার বিশেষ কোড নম্বর পাঠাবে ইয়াহু। আর সে কোড দিয়েই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন গ্রাহক।
নতুন এই পদ্ধতিটি একটু সময় সাপেক্ষ মনে হলেও এর মাধ্যমে গ্রাহকের ই-মেইলে নিরাপত্তা বজায় থাকবে।
ইতিমধ্যে এ পদ্ধতিটি নির্দিষ্ট দেশে চালু করা হলেও, খুব শিগগিরি বিশ্বব্যাপী সকল ইয়াহু মেইল ব্যবহারকারী তাদের মেইলের সেটিংস অপশন থেকে এই সেবাটি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে ইয়াহু কর্তৃপক্ষ।
প্রতিক্ষণ/এডি/রবি