ইরাকে অনাহারে ৫০ হাজার বাসিন্দা

প্রকাশঃ এপ্রিল ৮, ২০১৬ সময়ঃ ৩:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

a91370fb377bd481e4a284f01b18acfcইরাকে তিন মাস ধরে প্রায় ৫০ হাজার মানুষ অনাহারে মৃত্যুর পথযাত্রী। আল আনবার প্রদেশের ফাল্লুজাহ শহরটি ইসলামিক স্টেটের দখলে থাকায় তারা কেউ ওই এলাকা থেকে বাইরে পালিয়ে যেতে পারছে না। অন্য দিকে বাইরে থেকে কেউ তাদের মানবিক সহায়তাও দিতে পারছে না।

গত তিন মাস ধরে ওই এলাকার মানবিক পরিস্থিতি অত্যান্ত ভয়াবহ আকার ধারণ করেছে। শহরের বেশ কিছু এলাকায় মহামারি দেখা দিয়েছে।

মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, ‘আনবার প্রদেশের ফাল্লুজাহ শহরটিতে ৫০ হাজার মানুষের প্রাণ বাঁচানোর জন্য অত্যান্ত জরুরি মানবিক সহায়তা। সেখানে মানুষ তীব্র খাদ্যসংকট মোকাবেলা করছে। তাদের জরুরি ভিত্তিতে সহায়তা করা না হলে খাদ্যের অভাবে হাজার হাজার মানুষ প্রাণ হারাবে।’

এবং গত কয়েক মাসে শিশুসহ শহরের প্রায় ১শ ৪০ বাসিন্দা খাদ্য ও ঔষুধের অভাবে প্রাণ হারিয়েছে।

প্রতিক্ষণ/এডি/জেআই

=======

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G