ইরাকে বোমা হামলায় নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের রাজধানী বাগদাদে পরপর কয়েকটি বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। বুধবার ইরাকি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনাটি ঘটেছে রাজধানী বাগদাদের ফিলিস্তিন সড়কে। এ হামলায় আটজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাগদাদের পশ্চিমে আনবার প্রদেশের ফাল্লুজায় স্থানীয় সরকার ভবনেও হামলার ঘটনা ঘটেছে। এছাড়া রাজধানী শহর ও এর আশেপাশের এলাকায় সেনা সদস্যদের লক্ষ করেও কয়েকটি হামলা হয়েছে। এসব হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে।
ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ফাল্লুজায় হামলার ঘটনায় দায় স্বীকার করেছে। তবে বাকি হামলাগুলোয় এখন পর্যন্ত কোনো সংগঠনের পক্ষ থেকে দায় স্বীকার করে নেওয়া হয়নি।
পুলিশ ধারণা করছে, এসব হামলার পেছনেও আইএস অথবা এর সহযোগি সংগঠনগুলোর হাত থাকতে পারে।