ইরাক যুদ্ধের ফল আইএস: ওবামা

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৫:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

obamaসাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কারণেই আইএস-এর উত্থান ঘটে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সোমবার ভাইস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।

ওবামা বলেন, ইরাক যুদ্ধের অনিচ্ছাকৃত ফল হিসেবেই চরমপন্থি গোষ্ঠীটির উদ্ভব হয়। আর প্রেসিডেন্ট বুশের আমলে ইরাকে মার্কিন অভিযানের ফল হিসেবে জঙ্গি গোষ্ঠীটির উত্থান হয়েছে। জঙ্গি দমনে গঠিত আন্তর্জাতিক জোট আইএস-কে বিলীন করতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘ইরাকে যুক্তরাষ্ট্রের সরাসরি আক্রমণের জন্যই আল কায়েদার জন্ম হয়েছিলো। আর তাদের থেকেই জন্ম নেয় আইএস। তবে এটি ছিল আমাদের অনিচ্ছাকৃত একটি ফল।

বিশ্বের ৬০টি দেশের সমন্বয়ে আইএসকে ধ্বংস করার লক্ষ্যে যে জোট গড়ে তুলেছি- আশা করি আমরা তার সুফল পাবো। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আন্তরাজনীতির সমাধান না হলে এই চরমপন্থাকে দমন করা অসম্ভব।’

উল্লেখ্য, ২০১৩ সালের এপ্রিলে ইরাকি আল-কায়দা থেকে জন্ম হয় আইএইসআইএল বা ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ত। এসময় সংগঠনটি খবরের শিরোনাম হয় সিরীয় প্রেসিডেন্ট আসাদ বিরোধী লড়াইয়ে অংশ নেয়ার মধ্য দিয়ে। পরে পাশ্চাত্যের কাছে সংগঠনটি পরিচিতি পায় আইএসআইএস নামে। একই বছর ইরাকের আনবার ও দিয়ালা প্রদেশের বিশাল এলাকা দখল করে নেয় আইএস। এরই ধারাবাহিকতায় গত বছরের জুনে ইরাকের দিয়ালা প্রদেশ থেকে সিরিয়ার আলেপ্পো পর্যন্ত অঞ্চলে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় জঙ্গি সংগঠনটি।

খেলাফত ঘোষণার শুরু থেকেই নিরস্ত্র মানুষের শিরশ্ছেদ, নারীদের ওপর নির্যাতন ও জোর করে বিয়ে করার মতো অমানবিক কর্মকাণ্ডের জন্য কুখ্যাতি লাভ করে আইএস।

প্রতিক্ষণ/এডি/জবা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G