ইরানকে ধন্যবাদ জানালো যুক্তরাষ্ট্র

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৬ সময়ঃ ৯:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

sailorসমুদ্রসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটককৃত ১০ নাবিককে মুক্তি দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

নাবিকদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ‘বিষয়টির নিষ্পত্তি হওয়ার মধ্য দিয়ে বুঝা গেল, দেশকে নিরাপদ রাখতে আমাদের কূটনীতি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

এদিকে, ক্ষমা চাওয়ার পর নাবিকদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নৌকাগুলোতে সমস্যা ছিল। তাই বলে ক্ষমা চাওয়ার কিছু নেই।

উল্লেখ্য, গত মঙ্গলবার সমুদ্রসীমায় অনুপ্রবেশের অভিযোগে যুক্তরাষ্ট্রের ১০ নাবিকসহ দুটি টহল নৌযান আটক করেছিল ইরান। আটককৃত ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ এবং একজন নারী ছিল। ঘটনাটি ঘটে ইরানের ফার্সি দ্বীপের কাছে। ঘটনার পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের সঙ্গে যোগাযোগ করেন।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G