ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার
আন্তর্জাতিক ডেস্ক
পরমাণু অস্ত্র তৈরি না করার শর্ত মেনে নেওয়ায় ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
শনিবার জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
পারমাণবিক কর্মসূচি বন্ধে তিন বছর ধরে আলোচনার পর গত বছরের জুলাই মাসে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তি ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। বিনিময়ে যুক্তরাষ্ট্র, ইইউসহ পশ্চিমা দেশগুলো তেহরানের ওপর আরোপিত অবরোধগুলো ধাপে ধাপে প্রত্যাহার করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়। চুক্তির শর্তগুলো ইরান মেনে চলছে কিনা, তা পর্যবেক্ষণের দায়িত্ব ছিল আইএইএর। ইরান চুক্তির শর্ত মেনে চলেছে বলে শনিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইএইএ জানায়।
আইএইএ এর ঘোষণার পরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের ওপর থেকে পারমাণবিক কর্মসূচিসংক্রান্ত সব ধরনের অর্থনৈতিক অবরোধ অপসারণের নির্দেশ দেন।
ভিয়েনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠককালে জন কেরি বলেন, ‘ইরান উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে, অনেকের সন্দেহে ছিল দেশটি হয়তো এ ধরনের পদক্ষেপ নিতে পারবে না।’
এ চুক্তি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়ন ফরেন পলিসি প্রধান ফেডেরিকা মোঘিরিনি।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে শত শত কোটি মার্কিন ডলারের জব্দ করা ইরানের সম্পদ ছেড়ে দেওয়া হবে এবং দেশটি বিশ্ববাজারে তেল বিক্রি করতে পারবে।
প্রতিক্ষণ/এডি/এফটি