ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা
তেহরানের ব্যালাস্টিক মিসাইল কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে ইরানের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের একদিনের মাথায় দেশটির এই ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে এ নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা অনুযায়ী, ঐ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত ব্যবহার করতে পারবে না।
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ ও গোয়েন্দা অর্থ সরবরাহ বিষয়ক সহকারী মন্ত্রী অ্যাডাম জে এসজুবিন বলেন, ‘ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেজন্য ইরানকে লক্ষ্য করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত থাকবে।’
এর আগে গতকাল রবিবার পরমাণু অস্ত্র তৈরি না করার শর্ত মেনে নেওয়ায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ। এরই মধ্যে চুক্তির ভিত্তিতে ওয়াশিংটন পোস্টের এক সাংবাদিকসহ বন্দি পাঁচ মার্কিনিকে মুক্তি দিয়েছে ইরান। অপরদিকে, যুক্তরাষ্ট্রে বন্দি ইরানের ৭ বন্দিকেও ফেরত দেয়ার কথা বলেছে ওয়াশিংটন।
প্রতিক্ষণ/এডি/এফটি