ইরানের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ বাহরাইনের

প্রকাশঃ জানুয়ারি ৬, ২০১৬ সময়ঃ ৯:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

airplaneইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর বিমান যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে বাহরাইন।

মঙ্গলবার এ ঘোষণা দেয় বাহরাইন।

সৌদি আরব কর্তৃক ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণার পর বাহরাইনও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। আর আজ বিমান যোগাযোগ বন্ধের বিষয়টি নিশ্চিত করে সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল ও বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

উল্লেখ্য, গত শনিবার সৌদি আরবে শিয়া মুসলিমদের নেতা শেখ নিমর আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার পরের দিন রবিবার ইরানের রাজধানী তেহরানে অবস্থিত সৌদি আরবের দূতাবাসে ইরানের বিক্ষোভকারীরা হামলা ও ভাঙচুর চালায়। সেই হামলার ঘটনার পর সোমবার সকালে আদেল আল জুবেইর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন। তারপর বাহরাইন, সুদান ও সংযুক্ত আরব আমিরাতও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়।

এদিকে, গতকাল সৌদি আরব ও ইরানের মধ্যে সৃষ্ট উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী কুরতুলমুস। এই পরিস্থিতি দুইটি দেশের মধ্যে কেবল আঞ্চলিক হানাহানিই বাড়াবে বলে এই আহ্বান জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G