ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো সৌদি

প্রকাশঃ জানুয়ারি ৪, ২০১৬ সময়ঃ ১১:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

iranইরানের সঙ্গে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব। শিয়া মুসলিমদের বিশিষ্ট ধর্মীয় শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর দুই দেশের মধ্যে বিভিন্ন উত্তেজিত পরিস্থিতির জের ধরেই এ সম্পর্ক ছিন্ন করলো সৌদি।

শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানে অবস্থিত সৌদি আরবের দূতাবাসে বিক্ষোভকারীদের হামলা ও ভাঙচুরের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর সম্পর্ক ছিন্নের এ ঘোষণা দেন।

ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেও আল জুবেইর বলেন, ইরান অস্ত্র বিতরণ করছে এবং সৌদি আরবে সন্ত্রাসী সেল তৈরি করছে। ইরানের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরবে অবস্থান করা ইরানের সব কূটনীতিককে নিজের দেশে ফিরে যেতে হবে। সেই সঙ্গে ইরান থেকেও আমাদের কূটনীতিক ও কর্মীদের ফিরিয়ে আনা হবে।

উল্লেখ্য, শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপকহারে বেড়ে যায়। গতকাল রবিবার শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ইরানে শিয়া মতাবলম্বীরা তেহরানে সৌদি আরবের দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দিয়েছিলো।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G