ইরানে খনিতে বিস্ফোরণে নিহত ২, আটকা পড়েছে ৫০ শ্রমিক
ইরানের গোলেস্তান প্রদেশের জেমিস্তান-ইউর্ট কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন শ্রমিক আটকা পড়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
দুর্ঘটনায় এখন পর্যন্ত ২ জন নিহত ও ২৫ জন আহতের খবর পাওয়া গেছে।
অন্য একটি সূত্র জানিয়েছে, ১৬ জন খনি থেকে বের হতে পেরেছে। লরি ইঞ্জিন চালু করতে গিয়ে গ্যাস বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়, খনির টানেলে এখনো গ্যাসের উপস্থিতি বিদ্যমান থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এ ঘটনায় কমপক্ষে ১২ জন সুস্থ অবস্থায় বেরিয়ে আসতে পেরেছে, অন্য চার জন আহত ও তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাতে হয়েছে।
সরকারী গণমাধ্যমের মতে, খনিতে ৫০০ শ্রমিক কাজ করে। স্থানীয় সময় পৌণে একটার দিকে বিস্ফোরণ ঘটে যখন খনিতে শ্রমিকদের দায়িত্ব পরিবর্তনের সময় হয়।
সূত্র: বিবিসি।
প্রতিক্ষণ/এডি/সাই