ইরান চুক্তি ঐতিহাসিক ভুল
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর ছয় রাষ্ট্রের চুক্তিকে ‘’ হিসেবে আখ্যায়িত করেছেন। মঙ্গলবার অস্ট্রিয়ার ভিয়েনায় চুক্তিটি হওয়ার পরপরই জেরুজালেমে তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার নেতানিয়াহু নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বার্ট কোয়েন্দার সঙ্গে বৈঠককালে বলেন, ‘ইরান পারমাণবিক অস্ত্রের নিশ্চিত পথ পেতে যাচ্ছে। দেশটিকে এটা (পারমাণবিক অস্ত্র) থেকে ফিরিয়ে রাখতে দেওয়া নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে।’
এছাড়া তিনি আরও বলেন, ‘ইরান বাজির অর্থ পাবে, বিলিয়ন বিলিয়ন ডলারের খনি পাবে। এটা তাদের ওই অঞ্চলে এবং পুরো বিশ্বে আগ্রাসন ও সন্ত্রাসবাদ চালিয়ে যেতে সাহায্য করবে। এটা বাজে ধরনের ঐতিহাসিক ভুল।’
এর আগে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্ততায় ইরানের সঙ্গে একটানা আলোচনার পর দেশটির পরমাণু ইস্যুতে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয় বিশ্বের শক্তিধর ছয় রাষ্ট্র।
চুক্তিতে বলা হয়েছে, ইরান তার পরমাণু সমৃদ্ধকরণ হ্রাস করবে। এর বিনিময়ে দেশটির ওপর দেওয়া অবরোধ উঠিয়ে নেবে আন্তর্জাতিক সম্প্রদায়।
গত কয়েক বছর ধরেই পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি।
প্রতিক্ষণ/এডি/তাফসির