ইশারা ভাষার গ্রামের বাসিন্দারা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৭ সময়ঃ ৯:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

eshara 01ইন্দোনেশিয়ার বালির বেংকালা গ্রাম। প্রায় তিন হাজার অধিবাসীর এই গ্রামটির বেশিরভাগ বাসিন্দাই মুক ও বধির। সারা পৃথিবীর বধির জনগোষ্ঠির যে হার এখানে তা পনের গুণ বেশি। ডিএফএনবিথ্রি নামক একটি জিনের উপস্থিতির কারণেই এখানে মুক ও বধির মানুষের জন্মের হার বেশি এমনটাই জানিয়েছেন গবেষকরা।

শতাব্দীর প্রাচীন একটি পদ্ধতি ইশারা ভাষার মাধ্যমে এখানকার বাসিন্দারা একে অপরের সাথে কথোপকথন করে থাকে। স্থানীয়ভাবে এই পদ্ধতিটিকে বলা হয় কাটাকোলোক।

এখানকার শিশু-কিশোরেরা শৈশব থেকেই আয়ত্ত করে থাকে ইশারা ভাষা পদ্ধতি। স্বাভাবিক ও সুস্থ্য শিশুদের সাথে এখানকার মুক ও বধির শিশুরাও বিদ্যালয়মুখী হয় এবং সেখানে লেখাপড়া ও অন্যান্য কাজে তারা ইশারা ভাষা ব্যবহার করে থাকে। স্বাভাবিক ও প্রতিবন্ধী কোন ভেদাভেদ নেই এই গ্রামটিতে।

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G