ইসরায়েলে বন্দুকধারীদের হামলায় ৪ জন নিহত

প্রকাশঃ জুন ৯, ২০১৬ সময়ঃ ১২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

SEB103-68_2016_190306_hd-878x494

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনা সদর দফতরের সামনে বন্দুকধারীদের হামলায় ৪ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহতও হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ইখিলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে এ ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, হামলায় একজন বন্দুকধারী অংশ নেয়। তবে পরবর্তীতে মুখপাত্র মেইরাভ লাপিদত জানিয়েছে, দুইজন বন্দুধারীকে আটক করা হয়েছে। সবকিছু দেখে মনে হচ্ছে এটা একটা সন্ত্রাসী হামলা।

ইসরায়েলের পুলিশ দাবি করেছে, হামলাকারীরা ফিলিস্তিনের নাগরিক। তারা একই পরিবারের সদস্য। হেব্রনের দক্ষিণের শহর ইয়াত্তায় থাকেন তারা।

জানা যায়, মধ্য তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক সদর সফতরের কাছেই রয়েছে একটি খোলা বাজার ও রেস্টুরেন্ট এলাকা। স্থানীয় সময় ৯টা ৩০মিনিটের দিকে সেখানেই হামলা চালায় বন্দুকধারীরা। তখন ব্যস্ততম ওই এলাকার বার ও রেস্টুরেন্টগুলোতে মানুষ অবসর কাটাচ্ছিলো। তখন সেখানে প্রচুর জনসমাগম ছিল বলেও জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনার সময় ভীত মানুষেরা পালাতে চেষ্টা করছেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছাতেও দেখা গেছে। ভিডিও ফুটেজে হামলার সময় একটি রেস্টুরেন্টের চেয়ার-টেবিলগুলোকে কেপে উঠতেও দেখা যায়।

অক্টোবর ২০১৫ সালের পর থেকে দখলকারী ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত বেড়েই চলেছে। ফিলিস্তিনের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ২০৯ জন ফিলিস্তিনের নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলের মতে, ফিলিস্তিনিদের হামলায় ৩০ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G