ইসলামবিদ্বেষী না হওয়ার আহ্বান

প্রকাশঃ ডিসেম্বর ১৩, ২০১৫ সময়ঃ ১০:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

obamaযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন নাগরিকদের মুসলিমবিদ্বেষী না হওয়ার আহ্বান জানিয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) সেটাই চায় বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট।

খবর : আনন্দবাজার অনলাইন

রেডিও এবং ওয়েবের একটি সাপ্তাহিক অনুষ্ঠানে ওবামা বলেন, আমেরিকার জনগণ যেন ইসলাম বনাম আমেরিকা সংঘাত বিষয়টিকে এমন ভেবে পরস্পরের সঙ্গে যেন সংঘাতে না জড়ান।

তিনি বলেছেন, সন্ত্রাসমূলক কাজকর্ম রুখে দিতে আমাদের সবসময় সজাগ থাকতে হবে। তবে তাই বলে, মুসলিমবিরোধী হবেন না।

বার্নার্ডিনোর জঙ্গি হামলার বিষয় উল্লেখ্য করে প্রেসিডেন্ট বলেন, প্যারিস ও বার্নার্ডিনোয় জঙ্গি হামলার পর অনেকেরই মনে প্রশ্ন এসেছে, কী করা উচিত। প্রথমে সবাইকে সজাগ থাকতে হবে। যদি সন্দেহজনক কিছু চোখে পড়ে, তাৎক্ষণিক তা আইন রক্ষকদের জানাতে হবে।

ওবামা বলেন, সন্ত্রাসবাদীরা আমাদের মধ্যে বিভেদ ঘটাতে চাইছে। এই কারণেই অকারণে ভয়, হিংসার পরিবেশ গড়ে তুলছে তারা। আমরা সকলেই ঈশ্বরের সন্তান। মার্কিন যুক্তরাষ্ট্রেই বহু মুসলিম আছেন, যারা কারও বন্ধু, প্রতিবেশী বা সহকর্মী।

আমেরিকার সমস্ত মুসলিম নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সকলেই মার্কিন পরিবারের সদস্য। তাই প্রত্যেকেরই উচিত এই বার্তা সকলের কাছে পৌঁছে দেয়া। বাবা-মার উচিত সন্তানদের বোঝানো, শিক্ষকের উচিত শিক্ষার্থীদের এই বার্তা দেয়া, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, বিনোদন সমস্ত ক্ষেত্রেই এই বার্তা পৌঁছে দেয়া।

মুসলিমবিরোধী সুর ক্রমশ বাড়ছে আমেরিকায়। সান বার্নার্ডিনোয় জঙ্গি হামলার পর এই প্রবণতা আরও বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে দেশবাসীকে মুসলিমবিরোধী না হওয়ার আবেদন জানালেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G